উপজেলা প্রশাসন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী প্রশাসনিক স্তর। এটি সরকারি প্রশাসনের সর্ব নিম্ন স্তর। উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে সরকার ও জনগনের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। সরকার গৃহীত নীতি মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও যাবতীয় উন্নয়ন মূলক কর্মকান্ডের সমন্বয় সাধন উপজেলা প্রশাসনের প্রধান দায়িত্ব। এছাড়া স্থানীয় জনগনের চাহিদা সরকারের দৃষ্টি গোচর করা এবং জনগনের দেখভাল করাও উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব। সরাসরি সরকারী দায়িত্ব পালন ছাড়াও উপজেলা পর্যায়ের দপ্তর সমূহের মধ্যে সমন্বয় সাধন, স্থানীয় সরকারী প্রতিষ্ঠান সমূহ ও কেন্দ্রীয় সরকারের মধ্যে যোগাযোগ রক্ষা করে স্থানীয় উন্নয়ন তরান্বিত করা উপজেলা প্রশাসনের লক্ষ্য।
তিস্তা বিধৌত কাউনিয়া রংপুর জেলার একটি অন্যতম উপজেলা। এর পূর্ব পার্শ্ব দিয়ে ঐতিহ্যবাহী তিস্তা নদী সর্পিল গতিতে বয়ে চলেছে। নদী বিধৌত এ জনপদ কৃষিতে সমৃদ্ধি অর্জন করেছে। এক কালে তামাকের জন্য সারা দেশে বিখ্যাত হারাগাছ এ উপজেলাতেই অবস্থিত।
অবাধ তথ্য প্রবাহের অবায়িত দ্বার উম্মেচিত হোক এ প্রত্যাশায় কউনিয়া উপজেলার সামগ্রিক তথ্যাদি সন্নিবেশের ক্ষুদ্র প্রয়াশ থেকে আমাদের এ আয়োজন। এ থেকে যদি অত্র উপজেলার জনগন উপকৃত হয় তবেই এ আয়োজন স্বার্থক হবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার সরকারি উদ্যোগ সফল হবে।
ভবিষ্যত এ পোর্টাল আরো তথ্য সমৃদ্ধ হবে এ প্রত্যয় ব্যক্ত করে শেষ করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস