কাউনিয়া উপজেলা পরিষদ এর অধীন এই উপজেলায় মোট ০৬ (ছয়) টি ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রতি ০৫ (পাঁচ) বছর পর পর এই ইউনিয়ন পরিষদগুলোতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগন তাদের প্রতিনিধি নির্বাচন করেন।নির্বাচিত প্রতিনিধিগণ এই ইউনিয়ন পরিষদ উন্নয়নমূলক কাজ করেন। এবং ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানগণ উপজেলা পরিষদ এ প্রতিনিধিত্ব করে। নিম্নে ইউনিয়ন পরিষদ...
ক্রমিক | ইউনিয়ন পরিষদের নাম |
০১ | সারাই ইউনিয়ন পরিষদ |
০২ | হারাগাছ ইউনিয়ন পরিষদ |
০৩ | কুর্শা ইউনিয়ন পরিষদ |
০৪ | শহীদবাগ ইউনিয়ন পরিষদ |
০৫ | বালাপারা ইউনিয়ন পরিষদ |
০৬ | টেপামধুপুর ইউনিয়ন পরিষদ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস