ভায়ার হাট, কাউনিয়া, রংপুর
প্রথমে কাউনিয়া অথবা পীরগাছা উপজেলা হতে অটো যোগে ভায়ারহাট বাজারে গিয়ে বাজারের ঠিক মাঝ রাস্তায় বাজারের একদম পশ্চিম পার্শ্বে গেলেই নজরে আসবে। সেখানেই বাজারের এক কোন দিয়ে যাওয়া যায়।
আনুমানিক ২০০ বছর আগে এখানে জমিদার ভায়া বাবু প্রাথনা করার জন্য শিব মন্দির তৈরী করেন। কালক্রমে এখানে প্রাথনা না হওয়ায় ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এখন প্রায় ৩০০ গজ মিনারের মাত্র ৩০ গজ অবশিষ্ট আছে। এতে অনেক গাছ উপরে দেখা যায়। এটি পাখির অভায় আশ্রম। এর ভিতরে চাম-বাদুর নামের এক প্রজাতির পাখি অনেক দিন থেকে নিশ্চিন্তে বাস করে আসছে। এছাড়াও অনেক বিশাক্ত পোকামাকড় এখানে বাসা বেধে আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস