Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ধুম নদী
স্থান

সারাই ইউনিয়ন, কাউনিয়া, রংপুর।

কিভাবে যাওয়া যায়

হারাগাছ কলেজ থেকে পূর্ব দিকে দুই কিলমিটার রাস্তা আসলেই ধুম নদী পাওয়া যায়। এখানে রিক্সা বা বাই সাইকেল যোগে যাইতে হয়।

যোগাযোগ

0

বিস্তারিত

রংপুর মহানগরী থেকে ১০ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা ও সারাই ইউনিয়নের ধুমেরকুঠি মৌজায় ১৪৪ দশমিক ১৩ একর জমিজুড়ে এ ঐতিহাসিক ধুম নদী বিল। নদী নামে এটি পরিচিত হলেও মূলত এটি একটি ঐতিহাসিক পুকুর। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় এ বিলের ভেতরের অংশটি ছিল স্বদেশী যোদ্ধাদের সেনাদুর্গ। এখানেই অবস্থান করে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন নবাব নূর-উদ্দিন বাকের জং (নুরুল দিন), ভবানি পাঠক, ফকির মজনু শাহ ও দেবী চৌধুরানীর মতো যোদ্ধা। সেনাদুর্গটিকে সুরক্ষিত রাখতেই চতুর্দিকে যে পরিখা খনন করা হয়েছিল সেটিই কালক্রমে এখনকার ধুম নদী বিল

ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।