সারাই ইউনিয়ন, কাউনিয়া, রংপুর।
হারাগাছ কলেজ থেকে পূর্ব দিকে দুই কিলমিটার রাস্তা আসলেই ধুম নদী পাওয়া যায়। এখানে রিক্সা বা বাই সাইকেল যোগে যাইতে হয়।
0
রংপুর মহানগরী থেকে ১০ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা ও সারাই ইউনিয়নের ধুমেরকুঠি মৌজায় ১৪৪ দশমিক ১৩ একর জমিজুড়ে এ ঐতিহাসিক ধুম নদী বিল। নদী নামে এটি পরিচিত হলেও মূলত এটি একটি ঐতিহাসিক পুকুর। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় এ বিলের ভেতরের অংশটি ছিল স্বদেশী যোদ্ধাদের সেনাদুর্গ। এখানেই অবস্থান করে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন নবাব নূর-উদ্দিন বাকের জং (নুরুল দিন), ভবানি পাঠক, ফকির মজনু শাহ ও দেবী চৌধুরানীর মতো যোদ্ধা। সেনাদুর্গটিকে সুরক্ষিত রাখতেই চতুর্দিকে যে পরিখা খনন করা হয়েছিল সেটিই কালক্রমে এখনকার ধুম নদী বিল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস